আফগানিস্তানের কাছে লজ্জা জনক হার দিয়ে সুপার ১২ এর পর্ব শুরু হলো স্কটিশদের
T20 WORLD CUP 2021 ALL UPDATED
BISHOGANKUSH156.BDBLOGPOST
অবিশ্বাস এক খেলা দেখালো আফগানিস্তান দল রিতি মতো ইস্পিন ঘুরনিতে উরে গেল স্কটল্যান্ড দল...
শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সুপার টুয়েলভে দুই দলের প্রথম ম্যাচে আফগানিস্তানের জয় ১৩০ রানে।
আগে ব্যাটিংয়ে নেমে রিতিমতো ঘুরনিঝর চালায় আফগান ব্যাটম্যানরা.. আর এরই সাথে আফগানরা করে আসরের সর্বোচ্চ ১৯০ রান। স্কটল্যান্ড গুটিয়ে যায় কেবল ৬০ রানেই।
এদিন আফগান বলারদের সামনে দারাতেই পারে কোন স্কটিশ ব্যাটার...
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সবচেয়ে বড় জয় এটিই। ২০১৩ সালে শারজাহতেই কেনিয়ার বিপক্ষে ১০৬ রানে জয় ছিল তাদের আগের রেকর্ড।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২০ রানে ৫ উইকেট নেন অফ স্পিনার মুজিব। লেগ স্পিনার রশিদ স্রেফ ৯ রানে নেন ৪টি।
এবার টী২০ বিশ্বকাপে এ নিয়ে
৪ টী ম্যাচে ১০০ রানের নিচে আল-আউটের তকমা দেখা গেছে...
Write by tamjid roni...
Mon.25.otc.21
Powered by : Bishogankush156.blogpost.com
এবার
টী.২০ বিশ্বকাপে