দেয়ালে দেয়ালে- মিনার রহমান



শিরোনামঃ দেয়ালে দেয়ালে
কথাঃ রবিউল ইসলাম জীবন
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ ইমরান চৌধুরী
অ্যালবামঃ দেয়ালে দেয়ালে

 বলনা কেন তুমি বহুদূর,

কেন আমি একা হৃদয়ে ভাঙচুর।
জানো না তুমিহীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।

দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে,
কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি?

কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে ?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু ‘ চোখ ভুল সে স্বভাবে ।

দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে,
কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি?

তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো।

দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে,
কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি?

বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর।
জানো না তুমিহীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun