জেমস বন্ড থেকে ক্রেইগের বিদায়
১৫ বছরের সম্পর্কে শেষ হতে চলছে
জেমস বন্ড। বিশ্বব্যাপী ভক্তদের কাছে জিরো জিরো সেভেন কোড নামেই পরিচিত। এই চরিত্রটির ভক্তও অসংখ্য।
১৯৬২ সালে ‘ড. নো’ ছোট পরিসরে শুরু হয়েছিল জেমস বন্ডের পথচলা। এরপর ২৪টি পর্ব পার করে ফেলেছে বিশ্বের অন্যতম বড় এই ফ্র্যাঞ্চাইজি সিনেমা।
২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বিট্রিশ গোয়েন্দাভিত্তিক এ চরিত্রটির হাল ধরেছিলেন ডেনিয়েল ক্রেইগ।
এরপর দীর্ঘ ১৫ বছর ধরে এ চরিত্র নিজের মধ্যে বয়ে চলেছেন ডেনিয়েল ক্রেইগ। এ সময়ে তিনি জেমস বন্ড হয়েছেন পাঁচটি সিনেমায়। সিরিজের ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’ লন্ডনে মুক্তি পেয়েছে ৩০ সেপ্টেম্বর।
বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামীকাল। দেখা যাবে বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসেও। এ সিনেমা দিয়েই ১৫ বছরের পথচলার ইতি টানছেন ক্রেইগ।
বন্ড সিরিজে এটিই তার শেষ সিনেমা। কত স্মৃতি জড়িয়ে আছে সিনেমাটির সঙ্গে! বিশেষ করে বিদায়ী পর্বে পরিচালক পরিবর্তন, ক্রেইগের সরে যাওয়া, শুটিংয়ে আহত হওয়া-এসব নিয়ে শুরু থেকেই আলোচনার তুঙ্গে ছিল সিনেমাটি।
অর্থ পাচার মামলায় নোর ফাতি ও জ্যাকুলিন
Visit Indian Festival & Culture
উত্তরমুছুন