MrJazsohanisharma

কাতারে যাচ্ছে রোনালদোর পর্তুগাল

Ads3

কাতারে যাচ্চে রোনালদোর পর্তুগাল -Portugal football got qatar world cup.

Ronaldo Knock hims fans go-to Qatar worldcup

দলটা তারোকা দিয়ে ঠাসা তার পরও যে থমকে গেল কাতার বিশ্বকাপ খেলা, এবার দলটীকে যে পেড়িয়ে আসতে হবে কঠিন বাঁধা। 

সহজ ম্যাচটী হাত ছাড়া হয়ে কপাল পুড়লো রোনালদোর পর্তুগালের। 
এটীই ত ফুটবল কখন কী ঘটে খেলার মাঝে কে জানে।

থমকে গেল রোনালদোর পর্তুগাল 

কাতার বিশ্বকাপ কোয়ালিফাইয়ে শঙ্কা

গত রবিবার  ইউরোপ অঞ্চলের  কাতার বিশ্বকাপ ২০২২ কোয়ালিফাই ম্যাচে মুখোমুখি হয় রোনালদোর...

 পর্তুগাল ও সার্বিয়া 

এদিন গ্রুপের শেষ ম্যাচে ২ মুখোমুখি হয় .... ড্র হলেই কাতার বিশ্বকাপ নিশ্চিত এমন সমিকরন নিয়ে মাঠে নামে পর্তুগাল।   ঠিক ম্যাচটাও এমন ভাবেই এগোচ্ছিল

 ম্যাচের বয়স যখন ৮৯ মিনিট তখনও ১-১ গোলে সমতা

কিন্তুু  নির্ধারিত সময়ের শেষ সময়ের গোলে সপ্ন ভঙ্গ হতে হয় পর্তুগালের.......।  আট ম্যাচে মোট ২০ পয়েন্ট নিয়ে কাতারের টিকিট নিশ্চিত করে সার্বিয়া। আর

এ গ্রুপে ১৭ পয়েন্ট নিয়ে ২য় হয় পর্তুগাল... 

রোনালদোর পর্তুগালকে খেলতে হবে প্লে অফ এ।

এ ম্যাচে চেনা ছন্দে দেখা যাইনি রোনালদোকে। 

ম্যাচের পর ইনস্টাগ্রামে  বক্তদের উদ্দেশ্য বলেন আমার কাতারে যাচ্চি।  দলের উপর বিশ্বাস হারাচ্ছেন না রোনালদো...  তিনি জানান কী করে বিশ্বকাপে জাইগা করে নিতে হয় আমরা জানি। ফুটবল আমাদেরকে বারবার দূর্গম পথে কাঙ্ক্ষিত ফলের দিকে নিয়ে যাই।

"২০২২" বিশ্বকাপ খেলার সপ্ন এখনও শেষ হয়ে যাইনি।   আমরা ভালো করেই জানি ওখানে যেতে আমাদের কী করতে হবে এখন। 

পর্তুগাল কাতারে যাচ্চে

ইউরো অঞ্চলের ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি কাতারে টিকিট পাবে। 

বাকি ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা ২ গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে অপে আরও ৩ টী দলের সুযোগ মিলবে কাতারে টিকিট....। 

এটাই রোনালদোর শেষ বিশ্ব কাপ হতে চলছে বয়স ৩৬ হয়ে গেছে,  বিশ্বকাপের পর আর জাতীয় দলরে জার্সি গায়ে নাও দেখা যেতে পারে সিআর সেভেন কে, 

ক্যারিয়ারে সব কটী বিশ্বকাপ খেলেছেন রোনালদো এবার শেষ বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে,

সকল প্রতশা ছাপিয়ে আশা করি রোনালদোর পর্তুগাল খেলবেন কাতার বিশ্বকাপ,  ২০২২, 

আর্জেন্টিনা ____ব্রাজিলের ম্যাচের বিষয়ে জানুন

Ads dawun

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন