অবশেষে -বিয়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হলো ক্যাটরিনার

 অপেক্ষার প্রহর শেষে বিয়ের পিড়িতে ক্যাটরিনা

চরম কড়াকড়ি সত্ত্বেও বিয়ের ছবি ফাঁস ক্যাটরিনার?



লাখো পুরুষের রিদয় ভেঙ্গে,  ভালাবাসা ছিন্ন করেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন ক্যাটিনা কাইফ, আজ ৯ ই ডিসেম্বর বিয়ের পিড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা।  সকল বক্ত ফ্যানের আড়ালে থেকেও বিয়ের ছবি আসলো নেট পাড়ায়। 

শুধু যে লাখো পুরুষকে কাদিয়ে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এমন টা নয়  বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলর তালিকা থেকে নাম কাটা যাচ্ছে আজ থেকে ভিকি কৌশলের। যদিও শোনা যাচ্চে আইনি বিয়ে সেড়ে মিস্ থেকে মিসেস হয়ে কৌশল হয়ে যাচ্ছে জনপ্রিয় এই নাইকা ক্যাটিনা কাইফ। 
জানা গিয়েছে, ভিকি-ক্যাটরিনার বিয়ের আসরে আমন্ত্রিত অথিতি সংখ্যা ১২০ জন। এদিন বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে বসছে এই রাজকীয় বিয়ের আসর। তাও আবার অথিতিদের কে জানতে হবে নির্ধারিত পিন কোড। 

ক্যাটরিনার ও কৌশলের বিয়ের খবর গত কয়েক দিন আগে আলোচানায় আসে এরই মধ্যে সকল আনুষ্ঠানিকতা সেড়ে এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই জুটী। 
এই জুটির বিয়ের খবরে গত কয়েকদিনে তোলপাড় সংবাদমাধ্যম, চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়াতেও। ‘ভিক্যাট’ ওয়েডিং ভারত-বাংলাদেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিয়েতে আমন্ত্রিতদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তেমনটাই খবর। বিয়ের ভেন্যুর অন্দর থেকে কোনও ছবি পোস্ট করা যাবে না, এমনই নাকি শর্ত রাখা হয়েছে সবার সামনে।

স্বামী ভিকি বিয়ে নিয়ে চরম গোপনিয়তা করে চলছেন, এতে হতাশ সবাই।  গোপনিয়তা স্বত্তেও গতকাল রাতে (বুধবারে) সোশ্যাল মিডিয়াতে একটী ছবি আসে যেখানে দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফ একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনী ক্যাম্পেনের। সে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ক্যাটরিনা। 
ভিকি ও ক্যাটরিনার পিয়ের ছবি কেনার জন্য ১০০ কোটী টাকা একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
যদিও এতে ভিকি ক্যাটরিনা রাজি কিনা জানা যায়নি। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun