MrJazsohanisharma

বেফাক পরীক্ষার রেজাল্ট

Ads3

বেফাক পরীক্ষার রেজাল্ট 



৪৪ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখার নিয়ম জানুন এই পোস্টের মাধ্যমে। বেফাকের ফলাফল ২০২১ প্রকাশিত হবে ২৭ রমজান অর্থাৎ ১০ মে ২০২১ তারিখে। রেজাল্ট প্রকাশিত হবে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqresult.com -এ। যে সকল শিক্ষার্থী বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার রেজাল্ট বা ফলাফল 2021 দেখার পদ্ধতি জানেন না তারা এই পোস্ট পড়ার মাধ্যমে জেনে নিতে পারবেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে অতি শীঘ্রই। প্রকাশিত নোটিশ হতে জানা যাচ্ছে রমজান মাসেই ঘোষণা করা হবে উক্ত পরীক্ষার চূড়ান্ত ফলাফল। এ বছর প্রায় 2 লক্ষ 20 হাজার পরীক্ষার্থী বেফাক পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ফলাফল ঘোষণা করা হলে তা অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। কিভাবে ফলাফল সংগ্রহ করবেন এবং কবে ফলাফল ঘোষণা করা হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে এই লেখাটা মনোযোগ সহকারে পড়তে হবে।

৪৪ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখার নিয়ম

 বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হলো বাংলাদেশ কওমী মাদ্রাসাসমূহের শিক্ষা বোর্ড। এ শিক্ষা বোর্ডটি সংক্ষেপে বেফাক নামেও পরিচিত।

এ বছর অর্থাৎ 2021 সালে এ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার জন্য মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিলো ০২ লক্ষ ৩০ হাজার। তবে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিলো ০২ লক্ষ ২৫ হাজার।


এই ২ লক্ষ ২৫ হাজার শিক্ষার্থীর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ রেজাল্ট বা ফলাফল ২০২১ প্রকাশিত হবে ২৭ রমজান বিকাল ০৪.০০ ঘটিকায়। ইংরেজী ক্যালেন্ডার অনুসারে ২৭ রমজানে তারিখ হয় ১০ মে ২০২১।

যেসব শিক্ষার্থী বেফাক রিজাল্ট জানতে আগ্রহী তারা এই পোস্টের মাধ্যমে রেজাল্ট দেখার প্রক্রিয়া বিস্তারিতভাবে জানতে পারবেন।

তথ্যবলি
  • পাশের হার: ৭৪.০৪%
  • ফলাফল প্রকাশ: ২৭ রমজান (বিকাল ০৪.০০ ঘটিকা)
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.wifaqresult.com

 

৪৪তম বেফাক পরীক্ষার পাশের হার

৪৪তম বেফাক পরীক্ষায় গড় পাশের ৭৪.০৪ শতাংশ। যেখানে ছেলেদের পাশের হার ৮২.১০ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৫৭.২১ শতাংশ।

বেফাকের ৪৪তম পরীক্ষায় স্টার মার্ক (Star Mark) পেয়ে উত্তীর্ণ হয়েছেন মোট ২৭ হাজার ৫২ জন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৪ শত ৬৪ জন শিক্ষার্থী। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ২ শত ৩৩ জন।

৪৪ তম বেফাক পরীক্ষার গড় রেজাল্ট আরো বিস্তারিত ভাবে দেখুন নিচের ছবি থেকে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার রেজাল্ট বা ফলাফল 2021

ব্যাক্তিগত বা মাদ্রাসাওয়ারী বেফাকের ফলাফল 2021 দেখার নিয়ম অনেক শিক্ষার্থীই জানেন না। তবে যারা জানেন না তাদের জন্য ফলাফল দেখার দুটি পদ্ধতি সম্পর্কে আমরা জানাবো।

প্রথম পদ্ধতি হচ্ছে কিভাবে অনলাইনে বেফাক এর রেজাল্ট দেখবেন। আর দ্বিতীয় পদ্ধতি হলো কিভাবে অফলাইনে বা এসএমএস (SMS) মাধ্যমে দেখবেন।

 

৪৪ তম বেফাক পরীক্ষার ফলাফল 2021

অনলাইনে ব্যাক্তিগত বা মাদ্রাসাওয়ারী ফলাফল দেখতে হলে প্রথমে ভিজিট করতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqresult.com. উক্ত ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইনে ফলাফল দেখবেন তা ধাপে ধাপে বর্ণনা করা হলোঃ

(১) প্রথমে www.wifaqresult.com এই ওয়েবসাইটে ঢুকুন।

(২) উক্ত ওয়েবসাইটে প্রবেশের পর উপরের স্ক্রিনশটের মত একটি পেজ দেখতে পাবেন। যেখানে প্রথমে আপনার পরীক্ষার সন নির্বাচন করতে হবে, তারপর মারহালা নির্বাচন করতে হবে এবং শেষে আপনার রোল টাইপ করতে হবে।

৩) এরপর নিচের “দাখিল করুন” বাটনে ট্যাপ করতে হবে। “দাখিল করুন” বাটনে ট্যাপ করলেই বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজাল্ট 2021 দেখতে পাবেন।

 

এসএসএম (SMS) মাধ্যমে বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২১

 অনেক শিক্ষার্থী আছেন যারা অনেক সময় অনলাইনে ফলাফল দেখতে সক্ষম হন না। তাদের ক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার সুবিধা রয়েছে। কিভাবে SMS এর মাধ্যমে বেফাক পরীক্ষার রেজাল্ট 2021 দেখবেন তা ধাপে ধাপে নিচে উল্লেখ করা হলো।

(১) এসএমএস (SMS) এর মাধ্যমে ফলাফল দেখার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের Message অপশনে প্রবেশ করুন।

(২) Message অপশনে টাইপ করুন BEFAQ <স্পেস> আপনার ক্লাসের নামের প্রথম অক্ষর <স্পেস> আপনার রোল নম্বর।

উদাহারণ: BEFAQ F 654321

(৩) এবার ম্যাসেজটি 9933 নম্বরে সেন্ড করুন। ফিরতি SMS এ আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাবেন।

বিশেষ দ্রষ্টাব্যঃ SMS এর মাধ্যমে ৪৪ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখার নিয়ম ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। SMS মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি আমরা যাচাই করে দেখিনি।

ক্লাসের নামের প্রথম অক্ষর

শিক্ষার্থীদের সুবিদার্থে ক্লাসে নাম এবং প্রথম অক্ষর নিচের টেবিলে দেওয়া হলো।

ক্লাসের নামপ্রথম অক্ষর
TakmeelT
FazilatF
Sanabia UlaiyaS
MutawassitahM
EbtadaiyahE
Hifjul QuranH
Qira’atQ

Ads dawun

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন