ডোমেইন নেইম কি
ডোমেইন নেইম হচ্ছে ইন্টারনেটে এক বা একাধিক আইপি এডড্রেসকে সনাক্ত করার জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক (কারেক্টর এবং নাম্বার সম্বলিত) ঠিকানা। যেমন shikha.org একটি ডোমেইন নেইম। এই ডোমেইন নেইম ব্যবহার করে 172.168.10.1 আইপি নম্বর কম্পিউটারকে খুঁজে বের করা যায়।
ডোমেইন নেইম এর কাজ
ডোমেইন নেইম হল একটি শনাক্তকরন স্ট্রিং যা ইন্টারনেটের মধ্যে প্রশাসনিক স্বায়ত্তশাসন, কর্তৃত্ব বা নিয়ন্ত্রণের একটি ক্ষত্তকে সংজ্ঞায়িত করে। ডোমেইন নামগুলি বিভিন্ন নেটওয়ার্কিং প্রসঙ্গে এবং অ্যাপ্লিকেশন- নির্দিষ্ট নামকরন এবং ঠিকানার উদ্দেশ্যে ব্যবহুত হয়। যে কারনে ডোমেইন নেম রেজিষ্ট্রেশন করতে হয়। অনলাইনে যদি নিজের সার্ভিস বা ভিজনেস সম্পর্কিত একটি ওয়েব সাইট প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ডোমেইন নেম রেজিষ্ট্রেশন করতে হবে। চলুন নিচের উদাহরণটি দেখা যাক আমরা সবাই কম নেশি পঠাও এর নমা শুনেছি। উনারা মূলত, রাইড শেয়ারিং ও কুরিয়ার সার্ভিস দিয়ে থাকে। তারা যদি আগের ট্রেডিশনাল ওয়েতে ঐ সকল সার্ভিস পৃরদান করতো তাহলে এত বড় মাল্টি মিলিয়ন কোম্পানি কখনই হতে পারতো বা না। তারা কোম্পানি প্রতিষ্ঠা করার সাথে সাথে করেছে এবং আরও দ্রুত সার্ভিস নিশ্চিত করতে ওয়েব সাইটের পাশাপাশি মোবাইল অ্যাপস তৈরি করেছে। যার ফলে কাস্টমার রা সহজেই ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপস তৈরি করেছে। যার ফলে কাস্টমার রা সহজেই ওয়েব সাইট এবং মোবাইল অ্যাপস এর মাধ্যমে তাদের সাথে কানেক্ট করতে পারছে এবং তাদের সার্ভিস ব্যাবহার করছে। এখন আপনিও চাচ্ছেন একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করতে আপনার প্রদত্ত সার্ভিসটিও ওয়েব সাইটের মাধ্যমে প্রদান করেন। ইতিমধ্যে করে ফেলেছেন সেই সাথে আপনিও চাচ্ছেন আপনার ওয়েবসাইট বানিয়ে রাখবেন তাহলে কাস্টমররা আপনার ওয়েবসাইটে কখনই খুজে পাবে না। ঠিক এ কারনে আপানকে একটি ডোমেইন নেইম কিমে রেজিষ্ট্রেশন করতে হবে এবই সেই ওয়েব সাইটটি সর্বক্ষনিক চালু রাখার জন্য একটি হোস্টিং প্যাকেজ কিনতে হবে। আশাকরি, ডোমেইম নেইম রেজিষ্ট্রেশন কেন করতে হয় সে সম্পর্কে ধারনা পেয়েছেন। যেভাবে ডোমেইন নেম ও হোস্টিং সার্ভিস কিনবেন বর্তমানে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা কিনা বিদেশি কোম্পানি চেয়েতুেনা
যেভাবে ডোমেইন নেম ও হোস্টিং সার্ভিস কিনবেন:
বর্তমানে বাংলাদেশে অনেক গুলো কোম্পানি রয়েছে যারা কিনা বিদেশী কোম্পানির চেয়ে তুলনামূলক স্বল্পদামে ডোমেইন নেম রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস
ডোমেইন কেন গুরুত্বপূর্ণ
এবার বলে রাখি আপনি যদি ব্লগার হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি ডোমেন নেইম খুবই গুরুত্বপূ্র্ন। সাধারণভাবে, একটি ডোমেন নাম একটি নেটওয়ার্ক ডোমেনকে চিহ্নিত করে, অথবা এটি একটি ইন্টারনেট প্রোটোকল (আইপি) সংস্থানকে প্রতিনিধিত্ব করে, যেমন ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত একটি ব্যক্তিগত কম্পিউটার, একটি ওয়েবসাইট হোস্ট করা একটি সার্ভার কম্পিউটার, বা ওয়েব সাইট নিজেই বা অন্য কোনো পরিষেবা যা যোগাযোগ করা হয়।
ওয়েব সাইটে ডোমেইন যে ভাবে কাজ করে
ডোমেন নামগুলি ডোমেইন নেম সিস্টেম (DNS) এর নিয়ম এবং পদ্ধতি দ্বারা গঠিত হয়। ডিএনএস-এ নিবন্ধিত যে কোনও নাম একটি ডোমেন নাম। ডোমেন নামগুলি DNS রুট ডোমেনের অধীনস্ত স্তরে (সাবডোমেন) সংগঠিত হয়, যা নামহীন। ডোমেন নামের প্রথম-স্তরের সেট হল টপ-লেভেল ডোমেইন (TLDs), যার মধ্যে রয়েছে জেনেরিক টপ-লেভেল ডোমেইন (gTLD), যেমন বিশিষ্ট ডোমেইন com, info, net, edu, এবং org, এবং দেশের কোড টপ -লেভেল ডোমেইন (ccTLDs)। DNS অনুক্রমের এই শীর্ষ-স্তরের ডোমেনগুলির নীচে দ্বিতীয়-স্তরের এবং তৃতীয়-স্তরের ডোমেন নামগুলি রয়েছে যা সাধারণত শেষ ব্যবহারকারীদের দ্বারা সংরক্ষণের জন্য উন্মুক্ত থাকে যারা স্থানীয় এলাকা নেটওয়ার্কগুলিকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে, অন্যান্য সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য ইন্টারনেট সংস্থান তৈরি করতে বা চালাতে চান। ওয়েব সাইট।
এই ডোমেন নামগুলির নিবন্ধন সাধারণত ডোমেন
নাম নিবন্ধকদের দ্বারা পরিচালিত হয় যারা
তাদের পরিষেবাগুলি জনসাধারণের কাছে বিক্রি
করে। একটি সম্পূর্ণরূপে যোগ্যতাসম্পন্ন ডোমেইন নাম (FQDN) হল একটি ডোমেন নাম যা
সম্পূর্ণরূপে নির্দিষ্ট করা হয় DNS-এর শ্রেণিবিন্যাসের সমস্ত লেবেলের সাথে, কোনো অংশ বাদ দেওয়া হয়নি। ঐতিহ্যগতভাবে একটি FQDN একটি বিন্দুতে শেষ হয় (.) DNS গাছের শীর্ষকে বোঝাতে।[2] ডোমেন নেম সিস্টেমের লেবেলগুলি অক্ষর-সংবেদনশীল, এবং তাই যে কোনও পছন্দসই ক্যাপিটালাইজেশন পদ্ধতিতে লেখা হতে পারে, তবে সাধারণত ডোমেন নামগুলি প্রযুক্তিগত প্রসঙ্গে ছোট হাতের অক্ষরে লেখা হয়।
ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন?
প্রদান করে থাকে। আপনি বিকাশ ও রকেট দিয়ে সহজেই তাদের কাছ থেকে কিনতে পারেবেন। তবে চাটুকারী বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যেমে কম দামে অনেকেই ডোমেইন নেম রেজিস্ট্রেশন ও ওয়েব হোস্টিং সার্ভিস সেল করার চেষ্টা করে থাকে। আপনাকে দেখেশুনে (কাস্টমার রিভিউ, আফটার সেলস সার্ভিস, আপটাইম, মানিব্যাক পলিসি ইত্যাদি) সেসব কোম্পানি থেকে সার্ভিস নিতে হবে।
কিভাবে দেশীয় কোম্পানি থেকে হোস্টিং সার্ভিস কিনবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন।
সারা বিশ্বের সকল আইপি এড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে
কোনও দুটি ওয়েবসাইটে একই ডোমেইন নেইম থাকতে পারে না। Internet Corporation for Assigned Names and Numbers(ICANN) একটি আমেরিকান অলাভজনক সংস্থা যা সারা বিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে থাকে।
সেকেন্ড-লেভেল ডোমেইনঃ
সেকেন্ড-লেভেল ডোমেইন সাধারণত প্রতিষ্ঠানের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। সেকেন্ড-লেভেল ডোমেইনকে অনেক সময় ডোমেইনও বলা হয়। ডোমেইন নামকরনের ক্ষেত্রে কোন স্পেস ও স্পেশাল ক্যারেক্টার(@, &, %, $, # etc.) ব্যবহার করা যায় না। শুধু বর্ণ ও সংখ্যা ব্যবহার করা যায়। ডোমেইনে ব্যবহৃত বর্ণগুলো কেস সেনসিটিভ নয়।
টপ-লেভেল ডোমেইন(TLD): TLD দ্বারা প্রতিষ্ঠানের ধরণ এবং প্রতিষ্ঠানটি কোন দেশের তা বুঝা যায়। TLD এর দুইটি অংশ। যথা-
- জেনেরিক ডোমেইন
- কান্ট্রি ডোমেইন
জেনেরিক ডোমেইনঃ জেনেরিক ডোমেইন যা প্রতিষ্ঠানটির ধরণ নির্দেশ করে ।
কান্ট্রি ডোমেইনঃ ওয়েব অ্যাড্রেস এর একেবারে শেষের অংশ যা প্রতিষ্ঠানটি কোন দেশের তা নির্দেশ করে। কান্ট্রি ডোমেইন সকল ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যকীয় নয়। যেমন- www.edupoint.com.bd । এই ওয়েব অ্যাড্রেস এর একে বারে শেষে bd লেখা আছে। অর্থাৎ এই ওয়েবসাইটটি বাংলাদেশের নির্দেশ করে।