আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হয়লো ভুল



.. আমার মাথায় যত চুল...

আমার মাথায় যত চুল,

তার চেয়ে বেশি হইলো ভুল।।
সামনে নদী ডাইনে-বায়ে
দুই পাশে দুই কূল।।
আমি কোন কূলেতে পাড়ি দেবো
কোনটা আমার কূল…

ধর্মটারে বর্ম করে
কেন পাঠাইলি
বুক পুড়ানো আগুন দিয়া
মন কেন রে তুই দিলি।।
কোনটা মিথ্যা কোনটা সত্য
কোনটারে তোর আসল তত্ত্ব
বলে দে না মূল।।

নিজের ঘরে বেঘোর হয়ে
হারাইলামরে ঘর
কাঠের দরজায় লোহার খিলি
আপন করলো আমায় পর।।
জন্ম হইলো আজন্ম পাপ
বিনা দোষে পাইলাম না মাপ
কান্দিয়া বেকুল।।

বিধি রে… বিধি…
ও বিধি… ও বিধি…

—–
কণ্ঠ : ফজলুর রহমান বাবু
সুর : ইমন সাহা
কথা : গাজী মাজহারুল আনোয়ার
Post by tanjid roni
Bangla lyric Gan  pawer jonno amader sathe thakun

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun