প্রান বন্ধু কালিয়া রে

 


তোমার  লাগিয়া রে (প্রান বন্ধু কালিয়া রে)


তোমার লাগিয়া রে

সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে
প্রাণ বন্ধু কালিয়া রে।।

নিদয় নিঠুর রে বন্ধু তুই তো কূল নাশা
(আমায়) ফাঁকি দিয়ে ফেলে গেলি রে বন্ধু
না পুরাইলি আশা বন্ধু রে
প্রাণ বন্ধু কালিয়া রে।।

আগে যদি জানতাম রে বন্ধু করবাই রে নৈরাশা
(ও তুই) না জেনে পীরিতের রীতি রে বন্ধু
ঘটাইলি দুর্দশা বন্ধু রে
প্রাণ বন্ধু কালিয়া রে।।

হৃদয় চিরিয়া রে দিতাম হৃদয়তে বাসা।
(আমি) তোমায় দেখে সাধ মিটাইতাম রে বন্ধু।
খেলতাম প্রেমের পাশা রে বন্ধু
প্রাণ বন্ধু কালিয়া রে।।


বাংলা ফোক গান......

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun