জয়া আহসান এর নতুন মুবি-আসছে


জয়া আহসান পরিচালিত নতুন ছবি অচিরেই মুক্তি পেতে যাচ্চে....


জয়া আহসান পরিচালিত নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অনেক দিন পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছেন বাংলাদেশ এর জনপ্রিয় খ্যাতিনামা দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান পরিচালিত নতুন সিনেমা। বহুমাত্রিক লেখক আহমদ ছফার অলাতচক্র উপন্যাস নিয়ে নির্মিত করা হয়েছে এই সিনেমা।

বাংলা ভাষায় প্রথম থ্রিডি এই সিনেমা এ তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। হাবিবুর রহমান পরিচালিত অলাতচক্র শিরোনামে এই সিনেমা আগামী ১৯ মার্চে শুভ মুক্তি পাবে। সম্প্রতি সরকারি অনুদানে নির্মান করা হয় অলাতচক্র সিনেমা এবংতার টিজার প্রকাশ করা হয়। মুক্তি পেয়েছে এই সিনেমার অফিশিয়াল পোষ্টার। এখানে দেখা যায় যে, আয়নায় ভেসে আছে বিষন্ন জয়ার মুখ। এই অভিনেত্রী তার ফেসবুকে পোষ্টটি শেয়ার করেছেন। এই অভিনেত্রীর ভক্ত এবং তার সহকর্মীরা পোষ্টারের খুব প্রশংসা করেছেন।



এ চলচ্চিত্রে দানিয়েলর জবানি তুলে ধরেছেন লেখক আহমদ ছফা এবং তার প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি।

যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে দেখা যাবে আহমেদ রুবেলকে।

অলাতচক্র একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা, এই সিনেমাটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়।

এই সিনেমায় আরোও যারা অভিনয় করেছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু,

শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফপ্রমুখ।গত বছর এ সিনেমার শুটিং শেষ করা হয়েছে।

POST BY TAMJID RONI

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun