মনের বাগানে ফুটিলো ফুল রে



মনের বাগানে ফুটিলো ফুলরে...



 মনের বাগানে ফুটিলো ফুলরে

রসিক ভ্রমর আইলো না
ফুলের মধু খাইলো না

পিরিতেরো এতো জ্বালা, বন্দুয়া না জানেরে
বনেরো পাখি যদি হইতাম, উড়িয়া যাইতাম কাছেরে
প্রেমিক ছাড়া মনেরো কথারে
সকলেতো বুঝে না
ফুলের মধু খাইলো না

মাঝি থাকিলে কূলেতে বসিয়া ভাটায় নৌকা চলে না
প্রেমেরো সাগরে মাঝি না থাকিলে একলা জীবন কাটেনা
নারীরো যৌবন জোয়ারের পানিরে
আজ আছে কাল থাকে না
চিরো জীবন থাকে না

————–
আবদুল গফুর হালী


Post by tamjid roni

Bangla lyrics song

BISHOGANKUSH156.blogpost

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun