MrJazsohanisharma

আকাশ কাঁদে বাতাস কাঁদে - সুনো নিগম

Ads3



...আকাশ কাঁদে বাতাস কাঁদে...


আকাশ কাঁদে বাতাস কাঁদে

কাঁদে আমার মন

তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।

তোমার ঘরে প্রদীব জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারিদ্বারে।
এমনি করে কাটিয়ে দেব
আমার এই জীবন।

তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ
এই যে ব্যাথা শেষ হবেনা
না হলে মরণ।

———————


শিল্পীঃ সনু নিগম

Post by tamjid roji


Best of bangla song lyrics 

BISHOGANKUSH156.BLOGPOST

Favourite song 


Ads dawun

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন