...আকাশ কাঁদে বাতাস কাঁদে...
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।
তোমার ঘরে প্রদীব জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারিদ্বারে।
এমনি করে কাটিয়ে দেব
আমার এই জীবন।
তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ
এই যে ব্যাথা শেষ হবেনা
না হলে মরণ।
———————
শিল্পীঃ সনু নিগম
Post by tamjid roji
Best of bangla song lyrics
BISHOGANKUSH156.BLOGPOST
Favourite song
Tags:
Song-গান