চ্যাম্পিয়ান লিগে মেসি - রোনালদোর মহামরন দেখবে বিশ্ব

চ্যাম্পিয়ান লিগে রাউন্ড ১৬  মেসি - রোনালদোর লড়াই..


মেসি - রোনালদো ফুটবল বিশ্বের সময়ের অন্যতম তারকা। যারা কিনা আধুনিক ফুটবলের পূর্ণতা দান করেছেন। দুজনেই গড়ে তুলেছেন অন্যন্য রেকর্ড। 

বর্তমান সময়ের ⚽ ফুটবল যাদের জন্য  বিশ্ব ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 


সে কবেকার কথা যখন দুজন স্প্যানিশ ক্লাবে খেলছে.. একজন বার্সা অন্যজন রিয়ালের হয়ে তাদের এল ক্লাসিকো ছিলো  মহা দৈরত্ব কেউ কাউকে বিন্দু পরিমানও ছাড় দেয়নি.... তবে এখন আর এল ক্লাসিকো নয় এবার দেখা হবে চ্যাম্পিয়ান লিগে । রোনালদো ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত খেলেযেন রিয়ালের হয়ে তারপর চলে যাই 

ইয়ুভেন্তুসে সেখানে ৩ বছর খেলার পর ফিরে আসে তার প্রথম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। 

চ্যাম্পিায়ন লিগ

বাংলাদেশ সময় সোমবার বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়। আর এতে দেখা যায়, রাউন্ড অব সিক্সটিনে বেনফিকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ভিলারিয়ালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, অ্যাতলেটিকো মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এছাড়া সালাহর লিভারপুল মুখোমুখি হবে রেড বুল সালজবুর্গের। য়্যুভেন্তাস লড়বে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। আর বহুল প্রতীক্ষিত লড়াইয়ে নামবে পিএসজি আর ম্যানচেস্টার ইউনাইটেড।

সোমবার ১৩ই ডিসেম্বর  চ্যাম্পিয়ান লিগের শেষ ১৬ ড্র অনুষ্ঠিত হয় সেখানে  বর্তমানে সময়ে বেশ সাড়া জাগানো ফ্রান্স ক্লাব মেসির পিএসজি'র সঙ্গে খেলতে হবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের। 

ম্যাচটি দেখতে গতকাল থেকে প্রহর গোনা শুরু করে দিয়েছে বক্তরা।  সব মিলিয়ে ১২ বছর পর নকআউটে দেখা হবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী মেসি-রোনালদোর। শেষ বারে মেসি একাই সবাইকে তাক লাগিয়ে বার্সেলোনাকে তাক লাগিয়ে শেষ ৮ জাইগা করে দিয়েছিল। 


তবে এবার ২ জনেরই ক্লাব ভিন্ন অনুভূতি গুলোও ভিন্ন যদিও রোনালদো এক যোগ আগে এই ক্লাবে নিজের ৫ টী বছর কাটিয়েছেন।  তবে মেসির জন্য সম্পূর্ণ নতুন পিএসজি  সব থেকে আশার বানি হলো চ্যাম্পিয়ান লিগে মেসির দূরান্ত পারফর্ম করে চলেছেন চ্যাম্পিয়ান লিগের  শেষ ম্যাচে করেছেন ২ টী গোল। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun