রিয়ালের প্রতিপক্ষ যখন - সার্জিও রামোস
এত্তদিন রিয়ালের রক্ষনের দায়িত্ব যার কাঁধে ছিল - সেই সার্জিও রামোসই কিনা এখন রিয়ালের প্রতিপক্ষ। ম্যাচটী এমন হতে চলছে রামোস বনাম রিয়াল।
হুম ঠিকই শুনছেন সার্জিও রামোস মাঠে নামবে রিয়ালের প্রতিপক্ষ হয়ে। সম্প্রতি বেশ কিছু দিন আগেই রিয়াল বিদায় জানিয়ে ক্লাব ছেড়েছেন সার্জিও। চুক্তি মেয়াদ শেষ হয়ে গেলে আর কোন নতুন চুক্তি না হওয়ায় ১৫ মিলিয়ন ইউরোতে৷ যোগদেন পিএসজিতে। গত সোমবার ১৩ই ডিসেম্বরি চ্যাম্পিয়ান লিগের ড্র অনুষ্ঠিত হয় যেখানে রিয়ালের প্রতিপক্ষ হিসেবে শেষ ষোলতে সার্জিও রামোসের পিএসজির সঙ্গে ম্যাচে লড়তে হবে।
সার্জিও রামোস হুশিয়ারি দিয়েছেন রিয়ালকে বিন্দু পরিমানও ছাড় দেবে না। এক বিবৃতিতে বলা হয়েছে নিজের জীবন দিয়ে হলেও রিয়ালের বিপক্ষে জয় তুলে নিতে চান স্প্যানিশ এই ডিফেন্ডার।
যদিও চ্যাম্পিয়ান লিগের ড্র নিয়ে দূর্নীতি হয়েছে বলে বেশ কিছু দল ও সাবেক রা দাবি করেছেন। কারন একই দিন বিকাল ৫ টায় চ্যাম্পিয়ান লিগের ড্র অনুষ্ঠিত হয়.. যে পিএসজির প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তুু হঠাৎ এক বিবৃতি দিয়ে আবার রাত ১২ টায় পূর্ণরায় ড্র অনুষ্ঠিত হয়। আর এই ড্রয়ে রিয়ালের মুখোমুখি হতে হবে পিএসজি’র।
চ্যাম্পিয়ান লিগের সময় সূচী
রাউন্ড অফ সিক্সটি প্রথম লিগ
দল সময়
২. স্পোর্টিং বনাম ম্যানসিটি ১৬/০২/২২ রাত ২টা ৩.বায়ার্ন মিউনিখ বানম সালজবার্গ ১৭/০২/২২রাত২টা
৪.ইন্টর বনাম লিভারপুল ১৭/০২/২২ রাত ২টা
৫.চেলছি বনমা লস্ ২৩/০২/২২ রাত ২টা
৬.ভিয়া রিয়াল বনাম জুভেন্টাস ২৩/০২/২২ রাত ২টা
৭.আ্যাটলিটিকো মাদ্রিদ বনাম ম্যান ইউ ২৪/০২/২২ রাত ২ টা
৮.ভ্যানফিকা বনমা আজাক্স ২৪/০২/২২ রাত ২টা
রাউন্ড সিক্সটি ২য় লিগ
১.বায়ার্ন মিউনিখ বানম সালজবার্গ ০৯/০৩/২২রাত২টা
২.ইন্টর বনাম লিভারপুল ০৯/০৩/২২ রাত ২টা
৩.স্পোর্টিং বনাম ম্যানসিটি ১০/০৩/২২ রাত ২টা
৪.পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ১০/০৩/২২ রাত ২টা
৫.আ্যাটলিটিকো মাদ্রিদ বনাম ম্যান ইউ ১৬/০৩/২২ রাত ২ টা
৬.ভ্যানফিকা বনমা আজাক্স ২৬/০৩/২২ রাত ২টা
৭.ভিয়া রিয়াল বনাম জুভেন্টাস ১৭/০৩/২২ রাত ২টা
৮.চেলছি বনমা লস্ ১৭/০৩/২২ রাত ২টা
আবারো পেলেকে পিছনে ফেলে রেকর্ড গড়লো মেসি
পিএসজি একটী চ্যাম্পিয়ানলিগ জেতার জন্য নিজেদের দলকে সাজিয়েছে ছক অনুযায়ী লক্ষ্যের পথে এগিয়ে চলছে। সব কিছু মিলিয়ে বলা যাই এবারেী চ্যাম্পিয়ান লিগের দুর্দান্ত দাবিদার ফরাসি এই ক্লাবটি। এই ম্যাচে জলে উঠতে পারেন লিও মেসি বরাবরই রিয়ালের বিপক্ষে মেসি নামটা গায়ের কাঁটা যে কিনা একাই প্রতিপক্ষের রক্ষন চূর্ণ করে দিতে পারে। অন্য পাশে গতি ময় ফুটবলের ফুটন্ত কলি এ্যামবাপ্পে ত আছেই।