পেলেকে পিছনে ফেলে গোল সংখ্যার কাতারে আবারো সেরা একে মেসি,
মেসি দ.আমেরিকার দেশ আর্জেন্টিনা খেলোয়ার,
মেসির ছবিঃ-
জাতিয় দলের হয়ে
পেলে বনাম মেসিঃ-
মেসির গোল সংখ্যাঃ- সম্প্রতি কিছুদিন আগেই দ.আমেরিকার সর্বোচ্চ গোল দাতা পেলে কে ছাড়িয়ে, নিজেকে নিয়েছেন সেরাদের কাতারে,
এর আগে নিজ দেশের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি প্লেয়ার পেলে (কালা মানিক)।
এত দিনের গুঞ্জন সত্য হয়েছে পেলের কাছ থেকে সেরার মুকুট নিজের করে নিলেন মেসি।
দূরন্ত এই রেকর্ড টী হ্যার্টীকের মাধ্যমে ইর্স্প করেন এই মহা তারোকা। (worldcup Qualifier 2022) বলিভিয়ার বিপক্ষে নিজের ৭৭, ৭৮, ৭৯, তম গোল করে এই কৃর্তি ঘরেন।
৫০ বছর দরে এই রেকর্ড এর মালিক ছিলেন পেলে।
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল দাতা পেলে বনাম মেসিঃ-
(১৯৫৬-১৯৫৬)
সান্তোসের হয়ে ৬৩৮ ম্যাচে গোল করে ৬১৯। এক ক্লাবের হয়ে গোল সংখ্যার কাতারে রেকর্ডটী ছিল তার দখলে। (১৯৭৫-১৯৭৭) নিউওয়ার্ক কসমস(৫৬ ম্যাচে ৩১ গোল করেন)
তার ক্লাব ক্যারিয়ে ৬৯৪ ম্যাচে ৬৫০ টী গোল করেন পেলে।
মেসিঃ- বার্সেলোনার হয়ে ৬৭২ টী গোল করেন লিওনেল মেসি, ৭১৭ ম্যাচে এই মাইল ফলক ছুয়েছে লিও। এতদিন এই রেকর্ডটীও নিজের দখলে রাখেন পেলে, কিন্তু মেসির কাছে ধূলিসাৎ হয়ে পড়ে এই রেকর্ড খানা।
কিছু দিন আগেই ক্লাব পরিবর্তন করেছেন এই তারোকা।
পারি জমিয়েছে পিএসজিতে,
দেশের হয়ে কয়দিন জিতেছেন সপ্নের ট্রফি
অপরাজিত কোপা আমেরিকা চ্যাম্পিয়ান হয় মেসির দল।
মোট গোল পেলে বনাম মেসি
সমগ্র ক্যারিয়ারে ৭৫৭ টী গোল করে পেলে, ।
গত কাল রাতে সেই রেকর্ডটী ও নিজের করে নেন ফুটবলের মহা তরোকা লিওনেল মেসি, গতরাতে চ্যাম্পিয়ান লিগে ক্লাব বুরুর্গের বিপক্ষে দুটী গোলের মাধ্যমে পেলেকে ছাড়িয়ে যাই, ম্যাচের ৩৮ মিনিটে এ্যামবাপ্পের দেয়া পাস থেকে ডি বক্সের বাহির থেকে দুর্দান্ত সর্টে জালের দেখা পায় মেসি, ম্যাচের বয়স যখন ৭৬ মিনিট মেসিকে ডি বক্সের বিতরে ফাউল করলে, পেনাল্টি উপহার পায় পিসজি এই গোলের মাধ্যমে পেলের রেকর্ড অতিক্রম করে মেসি।
post by tamjid roni