জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ান হলো আর্জেন্টিনা

জার্মানিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা

এবার ভুলের পূর্নরাবৃত্তি নয়, রিতি মতো জার্মানিকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ান হলো টিম আর্জেন্টিনা। 

ইউরোপিয় উপমহাদেশের মাটীতে সব থেকে সফল দল জার্মানিকে হারিয়ে যুবাদের হকি বিশ্ব চ্যাম্পিয়ান হয়ে শিরোপা পুনরুদ্ধার করলো আর্জেন্টিনা। 

রোববার রাতে ভারতের ভুবেনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে  হকি যুব বিশ্ব কাপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়,  নির্ধারিত ফাইনাল ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। 

ম্যাচটিতে ৩ টী গোলে হ্যাট্টিক করেন লাউতারো ডমিনি।

ম্যাচের বাকি গোলটা আসে দলের অন্য খেলোয়ার ফ্রাংকো আগুস্তেনির কাছ থেকে। ছয় ছয় বাড়ের যুবা বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানির পক্ষ হতে গোল ২ করেন জুলিয়াস হায়নার ও মসি পাউন্ট। 

এশিয়ার মাটীতে হকি যুব বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে চ্যাম্পিয়ান হতে দু দলই সামন তালে লাড়াই করেছে, তবে ফাইনালে সপ্ন ভঙ্গ হলো জার্মানির। 

এই ম্যাচে প্রথম ও দ্বিতীয়  কোয়ার্টারে ম্যাচের ১০ ও ২৫তম মিনিটে জোড়া গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো ডমিনি, ম্যাচরী নিজেদের করে নেয় তারা৷ 

আর্জেটীনার আক্রমণ সামলাতে ব্যাস্ত হয়ে পড়ে  জার্মানি ঘুরে দারাতে তৃতীয় কোয়াটার পর্যন্ত অপেক্ষা বাড়ে ম্যাচের গড় বসয় যখন ৩৬ মিনিট হায়নার গোলে লিড নেয় জার্মানরা ৪৭ মিনিটে পাউন্ট এর গোলে সমতায় ফিরে ৬ বাড়ের চ্যাম্পিয়ানরা। 

কিন্তুু ৪র্থ কোয়ার্টারে ৫০ মিমিটে নিজের তৃতীয় গোলে লাউতারে আকাশি নীলকে এগিয়ে নিলে আর ঘুরে দারাতে পারেনি জার্মানি দল।

এর পর দশ মিনিট পরেই ফ্রাংকোর গোলে ১৬ বছর পর নিশ্চিত হয় হকি যুবা বিশ্ব চ্যাম্পিয়ান ২০২১।

এর আগে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা ও শেষ চারে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে ৩-১ গোলে জিতে ফাইনালে উঠে লাতিন আমেরিকার দেশটি। ফাইনালে শক্তিশালী জার্মানদের কাঁদিয়ে মুকুট পুনরুদ্ধার করল ফুটবল ঈশ্বরের দেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun