আবারও পেনাল্টি থেকে গোল রোনালদো- জর্জিনহোর....
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে টেবিলের তলানির দল নরউইচ এর সাথে খেলতে নামে রোনালদোর ম্যানস্টার ইউনাইটেড। টেবিলের তলানির দলের সাথে জয় তুলে নিতে বেশ ধুকতে হয়েছে রোনালদোর ক্লাবকে।
শেষ পর্যন্ত ম্যাচের ৭৫ মিনিটে রোনালদোর পেনাল্টিতে জয় নিশ্চিত করে ম্যানস্টার ইউনাইটেড। দেশের হয়ে পেনাল্টী মিস করেছিলেন জর্জিনহো.... তার পরও ২ বার পেনাল্টি থেকে গোল করে চেলসিকে জিতিয়েছেন লিডসের বিপক্ষে। সাবেক ক্লাব লিভারপুলের বিপক্ষে কোচিং ক্যারিয়ারের শুরুটা হয়েছে স্টিভেন জেরার্ডের হার দিয়ে।
এই ম্যাচে নতুন কোচের অধিনে ২ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে রেডড্যাবিলরা। এই ম্যাচে দলের অনেককেই দেয়া বিশ্রাম এর আগেই নিশ্চিত হয়েছিল চ্যাম্পিয়ান লিগের গ্রুপের শীর্ষস্থান। তাই ইয়ং বয়েজের বিপক্ষে দেখা যাইনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের।
বিশ্রাম পেয়েও তেমন ভালো কিছু দেখাতে ব্যার্থ হয় রোনালদোর ফার্নান্দেজরা। প্রথমর্ধে তেমন কিছু করতে না পারলেও, দ্বিতীয়র্ধে রোনালদোকে বক্সের ভিতরে নরউয়ের খেলোয়ার অবৈধ ভাবে বাঁধা দিলে পেনাল্টী পায় ম্যানইউ। সেই গোলে জয় নিশ্চিত হয়।