সুদীপ্তার ব্যানারর্জী প্রেম চলছে-বিধায়কের ছেলের সঙ্গে,

 প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সুদীপ্তা

বাংলর জনপ্রিয় অভিনেতা  সুদীপ্তা জুটীেয় প্রেম করছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের সাথে।

বাংলা সিরিয়াল প্রেমি মানুষরাই তাকে বেশি চেনেন, খল নাইকা হিসেবে বেশ খ্যাতি ছড়িয়েছেন তিনি।

চরিত্রে অভিনয়ে ত কত কিছুই হয় কিন্তুু বাস্তব জীবনে তিনি খুব হাসিখুশি ও সহজ রসল একটা মানুষ তা হয়তো অনেকেরই অজনা। এইতো সম্প্রীত নিজের ব্যক্তিগত জীবনে একটী ফবর প্রকাশ করেছেন তিনি

দীর্ঘ সময় একাকিত্ব ঘুচতে চলেছে এবার বাঁজতে চলেছে প্রেমের ঘন্টা। তিনি খুজে পেয়েছে মনের মানুষকে তবে অভিনয় জগতের কেউ নয়। 

তিনি হলেন রাজনৈতিক মহলের তৃনমুল বিধায়ক স্মিতা 

বক্সীর ছেলে সৌম্য বক্সী। তার রাজনৈতিক পরিচয় তিনি তৃনমুল  যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য

অন্য সবার মত নিজের ব্যাক্তিগত বিষয়টী লুকিয়ে নয়, সোশ‍্যাল মিডিয়ার পাতায় ‘ইন আ রিলেশনশিপ’ স্ট‍্যাটাস দিয়ে প্রেমের খবর দিয়েছেন সুদীপ্তা। দীর্ঘদিন ধরেই তাদের এক সাথে দেখা যাচ্চে  টলিউড পাড়ায় অভ্যন্তির খরবের গুনজন অনুযায়ী।  তাদের প্রেমও চলছে বেশ জোড়ালো ভাবেই। 

সুদীপ্তা বলেন সম্পর্কটা নতুন নয়। ১ বছর ৮ মাস ধরে সম্পর্কে রয়েছে তারা ২ জন, জুটী। এতূিন বিষয়টা লুকিয়ে রাখলেও এবার বিষয়টা প্রকাশ আনলেন তিনি। 

সুদীপ্তা বলে বিনোদন ও রাজনৈতিক জগতের মানুষ সম্পর্কে জড়ালে সেটা এগিয়ে নিয়ে জাওয়া খুব একটা সহজ কাজ নয়।

সৌম্য ভালোবেসে দুজনে পাশাপাশি থাকলে সব কাজই সোজা, হোক সেটা অভিনয় বা রাজনৈতি, দুজনের প্রেমের খবরটা ফ্যামেলির সবাই জানেন মেনেও মিয়েছে বিষয়টা নিশ্চিত করেছেন তারা।

গত বিধানসভা নির্বাচনেই দেখা গিয়েছে তারকাদের রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক। এই সময় টাতে দুই জগতের মানুষদের সম্পর্কে জড়ানোটাও নতুন নয়। সেক্ষেত্রে ভবিষ‍্যতে কি কাউকে পেশা বদলাতে দেখা যাবে? সৌম‍্য সাফ জানান, এমন কোনো সম্ভাবনাই নেই। দুজনেই নিজেদের পেশায় খুব ভাল আছেন। এখনি বিয়ের কথাও কিছু ভাবছেন বলেও জানিয়েছেন সৌম‍্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun