মেসির সম্মানরক্ষার্থে জার্সিতে, পিছনপ গোল্ডেন রং ব্যবহার করে পিএসজি,
লিওনেল মেসি যার নামের সাথে জড়িয় রয়েছ শুধুই ফুটবল, যিনি কিনা আধুনিক ফুটবলের পূর্ণতা দান করেছেন, যার ঝুলিতে আছে কারি কারি পুরুষ্কার।
মেসি বিহিন বার্সেলোনা ধরা খেলো রিয়ালের কাছে
এইতো কদিন আগেই ক্যারিয়ারে সপ্তম ব্যালনডি'অরের দেখা পেয়েছেন ক্ষুদে জাদুকর। সেই সুবাধে গতকাল রাতে মোনাকোর বিপক্ষে খেলতে নামে পিএসজি এই ম্যাচে মেসিকে সম্মান জানিয়ে নিজেদের জার্সির পিছনে সোনালী রঙে রাঙয়িেছেন।
পিএসজি ক্লাব ক্যারিয়ারে এটীই প্রথম কোন খেলোয়ার যিনি কিনা ব্যালনডি'অরের দেখা পেয়েছেন, তাইতো তাদের জার্সির নাম্বার ও নাম ব্যালনডি'অরের রঙে সাঝিয়ে তুলে ছিলেন।
ঘড়ের মাঠে এদিন মেসি গোলের দেখা না পেলেও ১টী আ্যাসিষ্ট করে নিজের ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। বিরতির ঠিক আগে বলে নিয়ে দ্রুত গতিতে প্রতিপক্ষের রক্ষনে বলনিয়ে ছুটেযান এই তারোকা, বলটী এমবাপ্পে পাস দিয়ে গোল করান।
মেসিকে সম্মানিত করার দিনে মোনাকোর বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় ফ্রান্সের এই ক্লাবটী। ক্লাব ক্যারিয়ারে এর আগে ৬ বার ব্যালনডি'অর জিতেছেন মেসি, তবে এই সব কটী জিতেছেন বার্সেলোনার হয়ে। এবারই প্রথম কোন ভিন্ন ক্লানের হয়ে জিতেছেন ব্যাক্তিগত এই ট্রফি।
নিজের ক্যারিয়ারে ৭ম ব্যালডি'অর এটী ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়ার যিনি সর্বাধিক ব্যালনডি'অর জিতেছেন, তার পিছনে আছেন রোনালদো ৫ম টী।