আমি এখনও লিগ্যাল নোটিশ পায়নি মিথিলা....
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি অর্থ-আত্মসাৎের প্রতারণা মামলায় ঘটনায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বলেন আমি এখনও লিগ্যাল নোটীশ পয়ানি, সুতরাং এ বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানিনা। তিনি আরও বলেন ইভ্যালুর কারনে নিজেই নাকি ক্ষতির মুখে পরেছেন।
অর্থ আত্মসাৎ ও প্রতারণা জন্য আভিনেতা ও গায়ক তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশওদ মিথিলা ও শবনম ফারিয়া সহ আরও ৯ জনের বিরুদ্ধে মামলা করে প্রতিষ্ঠান ইভ্যালি।
মামলাটী দায়ের করা হয় ৪ই ডিসেম্বর ধানমণ্ডি থানায় মামলাটি করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।
যাদের নামে মামলা দায়ের করা হয়েছে তারা যে কোন সময় গ্রেফতার হতে পারেন বিষয়টী নিশ্চিত করেন রমনা থানার ডিএমপির উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
খবরটি প্রকাশ হবার পর মিথিলা বলেন ইভ্যালির জন্য আমি নিজেই অনেক ক্ষতির মধ্যে পরেছি। এর কারনের জন্যই এত বড় সুনাম নষ্ট হচ্ছে। এখন পর্যন্ত এই বিষয়ে লিগ্যাল নোটীশ পায়নি আমি, সুতরাং এ বিষয়ে আমি কিছু জানি না৷
মিথিলা ইভ্যালির সঙ্গে 'ফেস আব ইভ্যালি লাইফস্টাইল' শুভেচ্ছা দূত হিসেবে যোগ দেন ১৫ মে। একই দিন গায়ক তাহসান খান ইভ্যালির একটী বিষেয় শোতে অংশ নেন। আর ২ মাস পরই চুক্তিটী বাতিল করেন।
মিথিলা আরও বলে তিনি ইভ্যালির সঙ্গে নেই, যোগ দেয়ার পর পর তিনি চুক্তি বাতিল করেন কারন প্রতিষ্ঠানটীতে নানান জটিলতা চলছিল।
তাহসান বলেন যাদের নাম দেখে ইভ্যালিতে যুক্ত হয়েছিলাম, তাদের যাদের নাম দেখে ইভ্যালিতে যুক্ত হয়েছিলাম, তাদের নাম বলতে পারব না। তাদের নাম বললে তো বাংলাদেশেই থাকতে পারব না। তারা অসম্ভব ক্ষমতাধর মানুষ। আমি একজন সংস্কৃতিকর্মী। আমার কোনো ক্ষমতা নেই। আমি বেশি কিছু বলতে পারব না। মামলা যেহেতু হয়েছে, এখন আমাকে আমার মতো আইনি লড়াই চালিয়ে যেতে হবে।