আমি খবু অল্প কিছু চাই, হুমায়ুন আহমেদ

“আমি খুব অল্প কিছু চাই"

__হুমায়ুন আহমেদ__

আমি খুব অল্প কিছু চাই

আমাকে ভালবাসতে হবে না,

ভালবাসি বলতে হবে না

মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট

দুটো ছুয়ে দিতে হবে না

কিংবা আমার জন্য রাত জাগা পাখি ও

হতে হবে না

অন্য সবার মত আমার সাথে রুটিন

মেনে দেখা করতে হবে না

কিংবা বিকেল বেলায় ফুচকা ও খেতে হবে না

এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে ,

শুধু মাত্র একটা কাজ করতে হবে ,

আমি যখন প্রতিদিন এক বার “ভালবাসি” বলব

তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে

একটু খানি আদর মাখা গলায় বলবে

“পাগল”


বিশ্বাস কর।

post by tamjid roni

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun