৫৭ তম জন্ম দিনে পা রাখতে চলেছেন বলিউড কিং ----সালমান খান-----
চলতি মাসের ডিসেম্বরের ২৭ তারিখে ৫৭ তম জন্মদিনে পা রাখতে চলেছন বলিউড কিং বয়স টা কেবল একটী সংখ্যা এটার জলন্ত প্রমান যেন তিনি জীবনের ৫৬ টি বসর কাটীয়ে দিয়েছেন কখন যেন, ৫৬ বছরের জীবনে রয়েছে নানান অর্জন, সব থেকে মজার বেপার হলো এত্তগুলো আছর অতিক্রম করা সত্তেও এখনও বিয়ে করেননি ভারতীয় তারোকা।
ব্যাক্তি জীবন সম্পর্কে...
আব্দুর রশিদ সেলিম সালমান খান পুরোনাম, সালমান ভারতীয় অভিনেতা, ভলিউড কিং খ্যাত এই অভিনেতা তাহার কর্ম জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, ত্রিশ বছরের অধিক সময় ধরে তাহার সিনেমায় পথ চলা, এর মধ্যে অর্জন করেছেন নানা রকম পুরুষ্কার, তন্মধ্যে প্রযোজক হিসেবে জিতেছেন দুটী জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাথে অভিনেয়র জন্য দুটী ফিল্মফেয়ার পুরুষ্কার।
ফোর্বস সাময়িকীর ২০১৮ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ১০০ তারকা বিনোদনদাতা তালিকা অনুসারে সালমান খান $৩৭.৭ মিলিয়ন আয় করে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানীয় এবং সারা বিশ্বে ৮২তম স্থান অধিকার করেন।
সালমান খানের জন্ম তারিখঃ-
২৭ শে ডিসেম্বর ১৯৬৫ সালে জন্ম গ্রহন করে তিনি
বর্তমানে (৫৬) বছর চলছে,
সালমানের কর্মজীবন ১৯৮৮ সাল থেকে।
সালমানের বলিউডে আসার কাহিনী
বাবা ছিলেন একজন চিত্রনাট্যকার তার হাত ধরেই ১৯৮৮ সালে বিবি হো তো আ্যায়সি একটী গৌন ভূমিকায় অভিনয় করেন তিনি আর এই ছবির মধ্যে দিয়েই বলিউডে পা রাখেন তিনি।
পরের বছরই কেন্দ্রীয় চরিত্রে সালামের অভিনিত ম্যায়নে পেয়ার কিয়া(১৯৮৯) সালে মুক্তির পর ব্যাবসায় বেশ সফলতা অর্জন করে। এই ছবিতে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
সালমান ক্যাটিনা আবারও এক হচ্চে
সালমানের জনপ্রিয় ছবি গুলোঃ-