'প্রীতিলতা' চলচ্চিত্রের শুটিং করতে চট্রগ্রাম যাচ্ছে নায়িকা পরিমনি..

 

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।


রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান ইফসির দ্বারা। 
মাদক মামলায় গ্রেফতার হবার আগে প্রীতিলতা মুবির দৃশ্য ্ধারনে অংশ নেন বাংলার এই জনপ্রিয় নাইকা। 
এই সিনেমার নাম ও ভূমিকায় অংশনেন তিনি,  
পরিচালক রাশিদ পলাশ জানান ১২ ডিসেম্বর থেকে সিনেমারটীর শূটীং শুরু হয়ে চলবে আগামী বছরের ১২ ই জানুয়ারি পর্যন্ত,  সিনেমাটীর শুটিংয়ে ১৬ ডিসেম্বর থেকে যোগ দিবেন বর্তমান জনপ্রিয় এই নাইকা। 
সিমাটীতে যারা অভিনয় করবেন তাদের নিয়ে ৫ দিন ধরে চট্রগ্রামে শুটিং এর প্রস্তুতি নিচ্ছেন কলাকৌশলীরা। 
চট্রগ্রামে শুটিং শেষ হতে প্রায় ১ মাস সময় লাগবে,  তার পর সেখান থেকে সবাই ঢাকায় ফিরবে বিষয়টী নিশ্চিত করেন পরিচালক। 

মাদক মামলায় ১ মাস কারাগারে থাকার পর জামিনে  মুক্তি পায় পরিমনি, এর পর গিয়াসউদ্দিন সেলিমের 'গুনিন ' সিনেমাটীর শুটিং  অংশ নেন তিনি। 

ছবিটীতে পরির বিপরিতে অভিনয় করেছেন শরিফুল রাজ।
এই ছবি গুলো ছাড়াও তিনি আরও কয়েকটী ছবিতে অভিনয় করতে চলেছেন।  তা হলো চয়নিকা চৌধুরীর ওয়েব চলচিত্র 'অন্তরালে' সঞ্জয় সাদ্দামের বায়োপিক ও অরোণ্য আনেয়ারের মা সিনেমা গুলো রয়েছে। তা ছাড়াও মুখোশ সহ বেশ কয়েকটী সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Ads3

Ads dawun